কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গণ পদযাত্রায় জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গণ পদযাত্রায় জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে অংশ নিতে রোববার সকাল ১১ টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন কোটা আন্দোলনকারীরা।
বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করে প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দেবেন তারা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। স্লোগানে স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
এদিকে গতকাল বাংলাদেশ ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। সেইসঙ্গে ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এদিন বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণ পদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি দেবেন বলেও ঘোষণা করা হয়।
কোন মন্তব্য নেই