খালেদা জিয়া অসুস্থ হলে বিএনপি খুশি হন : সৈয়দপুরে পররাষ্ট্রমন্তী ড.হাছান মাহমুদ এমপি - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবি-প্রতিনিধি |
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী ভারত থেকে আসার পরে বিএনপি নানা ধরণের প্রশ্ন রাখছে। প্রথমে বললো ভারত থেকে আমরা চুক্তি করে এসেছি। অথচ ভারতের সাথে এই যাত্রায় কোন চুক্তি হয়নি, দশটি সমঝোতা স্মারক হয়েছে। তার মধ্যে চারটি নতুন, ছয়টি পুরোনো। বিএনপির বড় বড় নেতারাও সমঝোতা স্মারকে চুক্তি বলে উল্লেখ করছে। এসময় মন্ত্রী প্রশ্ন করে বলেন, শিক্ষিত মানুষগুলো অশিক্ষিতের পরিচয় দিচ্ছে। শুক্রবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর শহরের ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টে রংপুর বিভাগীয় আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
তিনি আরও বলেন বিদেশে নেয়া ছাড়া বেগম খালেদা জিয়ার জীবণ সংকটাপন্ন। কিন্তু প্রতিবারে দেখা যায় তিনি দেশে সুস্থ্য হয়ে ঘরে ফিরে যায়। তারা বেগম খালেদা জিয়ার জন্য কতটুকু মায়া কান্না করেন সেটি হচ্ছে বড় প্রশ্ন ?
এছাড়াও মন্ত্রী বলেছেন, এখন বিএনপির নেতাদের তারেক ভূতে পেয়ে বসেছে। নেতারা পদ নিয়ে শঙ্কার মধ্যে আছেন। এমনকি কিছুদিন আগেও বিএনপি মহাসচিব খুঁজছেন শিরোনামে পত্রিকা প্রকাশিত হয়েছে। এতে কেঁদেও দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, দেশনেত্রী শেখ হাসিনা এখনও দিনে ১৮ঘন্টা কাজ করেন। তাই আমাদের দলের নেতা-কর্মীদের আলস্য পেয়ে বসলে সেটি সমিচীন হবে না।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য শাহজাহান খান এমপি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ.এন আশিকুর রহমান, রংপুর বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পদক শ্রী সুজিত রায় নন্দি,
আঃ লীগের সদস্য এ্যাড, হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাড- সফুরা বেগম রুমি, নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, ও পৌর সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, রংপুর বিভাগের ৮জেলার সংসদ সদস্য ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কোন মন্তব্য নেই