শিরোনাম

বগুড়ায় ডিবির অভিযানে ডাকাত চক্রের সাতজন গ্রেফতার - Chief TV - চিফ টিভি

বগুড়ায় ডিবির অভিযানে ডাকাত চক্রের সাতজন গ্রেফতার
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ 

বগুড়ার ধুনট ও গাবতলী উপজেলায় এক রাতে একাধিক বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রের সাত জনকে গ্রেফতার করছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছে থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (৭জুলাই) রাতে গাবতলী থানাধীন ইটালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলাধীন জৈন্তিপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আলম মিয়া (৪০),বগুড়ার গাবতলী থানাধীন ইটালি এলাকার লুৎফরের ছেলে রাব্বি হাসান (২২),গাবতলী উপজেলার নিজগ্রাম এলাকার ফজলু প্রাং এর ছেলে শাহ আলম (৩২),রাজাপুর এলাকার সালামের ছেলে মাসুদ রানা (৩০), মদনপুর গ্রামের বাসিন্দা ছাকা উদ্দিনের ছেলে আবু সাঈদ (২৬),সাগরপুর গ্রামের মৃত শ্রীবেন্দ্র সরকারের ছেলে সনাতন সরকার (৪০) অপরজন হলেন, ধাওয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত মকবুল সরকারের ছেলে হামিদ (৪০) উভয়রের জেলা বগুড়া ও থানা শেরপুর।

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত মালামাল হলো,একটি সচল দেশীয় অস্ত্র পাইপগান,দুই রাউন্ড কার্তুজ,দুইটি চাপাতি,একটি ছুরি,একটি টি ছোরা, গ্রিল কাটার একটি এবং তাদের কাছ থেকে ডাকাতিকালে লুন্ঠিত মালামালের মধ্যে এক জোড়া স্বর্ণের কানের দুল, স্বর্ণের নাকফুল একটি, একটি বাটন ফোন ও একটি স্মার্ট ফোনসহ নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। 

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান,  গত (৭জুলাই) রাতে গাবতলী উপজেলার বিভিন্ন বাড়িতে ডাকাত চক্রের সদস্যরা হানা দেয়। জানা যায়, দরজার সামনে এসে তারা নাম ধরে ডেকে দরজা খুলতে বলেন। একসময় দরজা খুলে দেওয়া মাত্র তারা দেশীয় অস্ত্র-শস্ত্রে (চার, দা, হাসুয়া, পেরেক তোলার কামরি) দ্বারা ভয় ভীতি দেখিয়ে চাকু গলায় ধরে সোনার বিভিন্ন অলংকার, মোবাইল ফোনসহ নগদ অর্থ নিয়ে চলে যায়। একই রাতে ধুনট থানাধীন বেড়েরবাড়ী গ্রামস্থ জনৈক মোস্তাফিজার রহমান এর দোকান ঘরে স্কুটি নেওয়ার কথা বলে কৌশলে ডাকে ঘরে প্রবেশের চেষ্টা করেছে এবং ব্যর্থ হবার পর্যায়ে উক্ত ব্যক্তির চোখে আঘাত করে। এতে তিনি আঘাত প্রাপ্ত হওয়ার পরেও রুমের দরজা লাগিয়ে দিতে সক্ষম হয় এবং ডাকত চক্রটি ব্যর্থ হইয়া চলে যায়।

এ বিষয়ে গাবতলী থানায় নাজু মিয়া নামের একজন একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে, বগুড়া জেলা পুলিশ ডিবিসহ এবং গাবতলী থানা পুলিশের যৌথ অভিযানে রবিবার (৭জুলাই) রাতে গাবতলী থানাধীন ইটালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

জেলা পুলিশ সুপার আরো বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চুরি ডাকাতিসহ মাদক মামলা রয়েছে। ডাকাত চক্রটির আরো কোনো সদস্য আছে কিনা তা জানার জন্য আদালতের রিমান্ড আবেদন করবেন বলে জানান তিনি।


কোন মন্তব্য নেই