শিরোনাম

রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ ১০ পরিবার! - Chief TV - চিফ টিভি

রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ ১০ পরিবার!
ছবি-প্রতিনিধি

সাবের আব্দুল্লাহ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দিতে নাছিমা নামের এক নারী তার লোকবল নিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় গৃহবন্দী হয়ে পড়েছে ১০ অসহায় পরিবার। রাস্তার পাশের জমির মালিক নাছিমাকে বারবার অনুরোধ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের কাছে গিয়েও মিলছে না কোনো সমাধান।

জানা যায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিংগুলা গ্রামের মিয়া বাড়ির ১০ টি পরিবারের চলার রাস্তা বন্ধ করে দিয়েছে ওই এলাকার নাছিমা আক্তার। স্থানীয়রা প্রতিবাদ করলে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়ার হুমকি দেন ওই নারী।

স্থানীয়রা জানান, প্রভাবশালী ওই নারর নিজের বাড়ির রাস্তা নির্মাণ করায় ১০ পরিবারের রাস্তা বন্ধ হয়ে যায়। তারা এখন বাড়ি থেকে বের হতে পারছেন না। রাস্তা দেওয়ার কারণে বিপাকে পড়েছেন তারা। এ সমস্যার সমাধানে সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী ১০ পরিবার।

স্থানীয় ইউপি সদস্য জসিম বলেন, এতবার সমাধান করে দেয়ার পরও যদি সমাধান না হয় তাহলে আর কত বার ওই জায়গায় যাব। তাও আমি আবার গিয়ে সমাধানের চেষ্টা করব।

ওই ইউনিয়নের চেয়ারম্যান লোকমান বলেন, মেম্বারের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করব।

কোন মন্তব্য নেই