শিরোনাম

শিরোপা জিতে রোহিতের ঘাস খাওয়ার দৃশ্য ভাইরাল - Chief TV - চিফ টিভি

শিরোপা জিতে রোহিতের ঘাস খাওয়ার দৃশ্য ভাইরাল
ছবি-প্রতিনিধি
খেলাধুলা ডেস্কঃ

৭ রানের রুদ্ধশ্বাস জয়ের পর রোহিত শর্মা দুই হাত আকাশের দিকে তুলে কী যেন বললেন, তারপর মাটিতে শুয়ে বিজয় উদ্‌যাপন করলেন। তার চোখে তখন খুশির জল। রোহিত শর্মা এরপর পিচে যান এবং সেখানে গিয়ে পিচের ঘাস খেতে থাকেন। এই দৃশ্যটি এখন নেটিজেনদের কাছে ভাইরাল।

গতকালের দিনটি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার জন্য খুব স্মরণীয় দিন ছিল। শিরোপা জয়ের পর রোহিত শর্মার আবেগ ছিল অন্যরকম। জয়লাভের পর তিনি দুই হাত আকাশের দিকে তুলে হয়তো স্রষ্টাকে ধন্যবাদ দেন। এরপর মাটিতে শুয়ে বিজয় সেলিব্রেশন করেন। এরপরে অবাক এক কাজ করেন রোহিত, বার্বাডোজের পিচে গিয়ে হাতে তুলে নেন মাটি ও ঘাস। তারপর আনমনে মুখে পুরতে থাকেন।

অতীতে শচিন টেন্ডুলকরকে এমনটা করতে দেখা গেছে, যে পিচে তিনি তার শেষ টেস্ট ম্যাচ খেলেছেন সেটিকে উবু হয়ে চুমু খেয়েছিলেন । শুধু ক্রিকেটারই নন, টেনিস তারকা নোভাক জোকোভিচও এই কাজটি করে থাকেন।

শিরোপা জিতলে তাকে সেখানে মাটিতে চুমু খেতে দেখা যায়। তবে রোহিত শর্মার এই কাজটি ছিল একদম আলাদা।

এরপর রোহিত শর্মা বার্বাডোজের মাটিতে ভারতের পতাকা পুঁতে জয় উল্লাস করেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে হারের পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেছিলেন, ‘২০২৪ বিশ্বকাপে বার্বাডোসের মাঠে ভারতের পতাকা ওড়াবেন রোহিত শর্মা’। কথা রাখলেন রোহিত। ১৭ বছর পর ভারতকে এনে দিলেন ২০ ওভারের বিশ্বকাপ ট্রফি।

কোন মন্তব্য নেই