শিরোনাম

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের ডাক্তারদের আয়োজনে মৌসুমী ফল উৎসব-২০২৪ অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি

ছবি-প্রতিনিধি

রাকিব হাসান, বিশেষ প্রতিনিধিঃ

গত ২ জুলাই, মঙ্গলবার  বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের ডাক্তারদের  আয়োজনে গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের টি-কর্ণার রুমে এ উৎসবের আয়োজন করা হয়। 

আতিথেয়তায় ছিলেন, ডাঃএস বেলাল হোসেন সিনিয়র কনসালটেন্ট ২৫০শয্যা মোহাম্মদ আলী হাসপাতাল ও ডাঃ রোখসানা শারমিন শান্তা জুনিয়র কনসালটেন্ট ২৫০ শয্যা মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া। 

গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসবে আম, জাম, লিচু,আঙ্গুর ও কলাসহ অনেক জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়। মোহাম্মদ আলী হাসপাতালে অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে  তও্বাবধায়ক-আরএমও সহ অএ হাসপাতালের সকল বিভাগের সিনিয়র, জুনিয়র, সহকারী রেজিস্ট্রার স্যার ও ম্যাম সহ ন্যাস,ইন্টার্ণ চিকিৎসক, ওয়ার্ড বয় সহ   সকলের উপস্থিতিতে ফল উৎসবের উদ্বোধন করেন।

আমাদের দেশে প্রাকৃতিকভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগতমানে অনন্য। নিয়মিত পুষ্টিকর ফল আমাদের শারীরিক রোগব্যাধি থেকে দূরে রাখে। তিনি আরো বলেন, সুস্থ থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। এই ধরনের ফল উৎসব ডাক্তার ও সাধারণ মানুষদের শরীর সুস্থ ও সবল রাখবে। এছাড়াও এই উৎসবের মাধ‍্যমে নানান পেশার মানুষরা বাংলাদেশের ফলের বৈচিত্র্য সম্পর্কে ও এর গুণাগুণ সম্পর্কে জানতে পারবে।




কোন মন্তব্য নেই