কচুয়ায় রোস্তম আলী মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
চাঁদপুর-(১) কচুয়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এর প্রয়াত, বাবা রোস্তম আলী মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন, করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি, হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, ড. সেলিম মাহমুদ এমপি। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিআরবি কেবল ইন্ডাষ্ট্রি লি. এর পরিচালক ও বিশিষ্ট দানবীর মো. রফিকুল' ইসলাম রনি।
ইউপি, চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব আলম, নোয়াখালী জেলা পুলিশের এএসপি মো: নবীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আক্তার ঝর্ণা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, নূরে-ই আলম রিহাত, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, পালাখাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক, সাইফুল ইসলাম সৌরভ।
অনুষ্ঠানে, উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করেণ ৫নং পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান একাদশকে হারিয়ে বাইছারা শেখ রাসেল স্মৃতি সংসদ বিজয়ী হয়। উদ্বোধনী এ ফুটবল খেলায় অতিথিবৃন্দসহ এলাকার হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই