কোটা বাতিলের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
চলমান কোটা বিরোধী আন্দোলনের ৫ম দিনের কর্মসূচি হিসেবে খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর হলরোড থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে অবস্থান নিয়ে খুলনা-ঢাকা ও খুলনা-বাগেরহাট মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মেধা যার মেধা যার চাকরি তার চাকরি তার, কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক, মেধা না কোটা মেধা মেধা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা বলেন, সারা বাংলাদেশের ছাত্রসমাজের এখন একটিমাত্র দাবি, কোটা প্রথার বিলুপ্তি। শিক্ষার্থীদের কাজ লেখাপড়া করা কিন্তু অন্যায্য কোটা প্রথার কারণে এখন শিক্ষার্থীদের মাঠে নামতে হয়েছে, আন্দোলন করতে হচ্ছে। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। এজন্যই আমি আমার ভাইদের পাশে থেকে আন্দোলনে অবস্থান করছে এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।
এদিকে শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে নগরীর সাচিবুনিয়া থেকে জিরোপয়েন্ট এবং গল্লামারী পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়।
কোন মন্তব্য নেই