আতংকের নাম বাবলা ডাকাত - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাচ্চু খালাসির ছেলে, উজ্জল খালাসি উরফে বাবলা ডাকাত।
মতলব ও মুন্সিগঞ্জের মেঘনার পাড়ের মানুষের আতংকের নাম বাবলা ডাকাত! ৪০- ৫০ টির ও অধিক মামলার আসামি বাবলা ডাকাতের বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী। এতগুলো মামলা ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দিব্বি। কে এই ৪০-৪৫ মামলার আসামি বাবলা? কোথায় তার খুটির জোর?মাদক,ডাকাতি ও কিশোর গ্যাং এর সাম্রাজ্য গড়ে তুলেছেন এই বাবলা ডাকাত। ৪ ডজনের ও বেশি খানেক মামলা ঘাড়ে নিয়েও কোন জাদুর কাঠির সাহায্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে ও চালাচ্ছেন ডাকাতের সাম্রাজ্য? সেই উত্তর খুজতে চাই আজ আমরা ।
জানা গেছে, চাঁদপুর জেলার মতলব ও মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা তীরবর্তী বাংলাবাজার ও আধারা কাঁচি কাট ইউনিয়নের মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম ও বুরচরে মানুষের মূর্তিমান আতংক দুর্ধর্ষ ডাকাত বাবলা চৌধুরী ওরফে উজ্জল খালাসী । ৪ ডজন মামলার আসামি হয়েও ধরা ছোয়ার বাইরে থেকে ডাকাতি কর্মকান্ড চালাচ্ছেন বাবলা। প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছেন, মনে হচ্ছে কোন রাজপ্রসাদের এক রাজা বাবু । বর্তমানে বাবলা ও তার সহযোগিরা সক্রিয় হয়ে উঠেছে। মেঘনা তীরবর্তী গ্রামের বাসিন্ধা এবং নৌপথের চলাচলকারী নৌযান চালক ও যাত্রীরা বাবলা বাহিনীর আতংকে থাকে সবসময়। তার এমন কর্মকান্ডতে, এলাকার সাধারণ মানুষ সবসময় আতঙ্কে থাকে।
গত ১৫ই মার্চ (সোমবার)মুন্সীগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার কাজিয়ার চরের পদ্মা নদীতে বাবলা ডাকাতের নেতৃত্বে একটি ট্রলারে অপারেশন সংঘটিত হয়। এ সময় ডাকাতদল তাদের দাবীকৃত টাকা না পেয়ে হামলা চালিয়ে ড্রেজার, ভেকু, ট্রলারসহ শ্রমিকদের কয়েকটি বসত ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। মুন্সীগঞ্জে বাবলা ডাকাতের তান্ডবে ড্রেজার-ভেকুতে অগ্নিসংযোগ করে ৪ কোটি টাকার মালামাল, লুট করে নিয়ে যায়। মুন্সীগঞ্জে ড্রেজার ও ভেকুতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় নৌ-ডাকাতের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ থানা পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান, বলেন, শীর্ষ নৌ-ডাকাত বাবলার বিরুদ্ধে মুন্সীগঞ্জের বিভিন্ন থানা, মতলব উত্তর ও দক্ষিণ থানা, চাঁদপুরসহ বিভিন্ন থানায় প্রায় অর্ধশত মামলার রয়েছে। বর্তমানে নৌ ডাকাত বাবলাসহ সঙ্গীয় ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এছাড়াও এই বাবলা ডাকাতের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আর কত দিনই বা এভাবে তার ডাকাতির কর্মযজ্ঞ চালাবে এই প্রশ্ন এখন সাধারণ মানুষের। আইনের আওতায় এনে বাবলা ডাকাতের সঠিক বিচার দাবী করছেন এলাকাবাসী। দর্শক আজকের পর্ব এপর্যন্তই। আগামী পর্বে বাবলা ডাকাতের অতীত কর্মকাণ্ডের বিকৃত ইতিহাসের অপরাধ কর্মকাণ্ডের পান্ডুলিপী তুলে ধরা হবে।
কোন মন্তব্য নেই