বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্যের পরলোকগমন - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য ৩ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মতলব সরকারি হাসপাতালে পরে ঢাকা নেওয়ার পথে তিনি পরলোক গমন করেন (দিবা নং লোকা নং স্বগচ্ছেতু)। মৃত্যুকালে স্ত্রী ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার নিজ বাড়ি মতলব পৌরসভার মতলব বাজারের কলাদি গ্রামে। কাজল ভট্টাচার্য মতলব শ্রী শ্রী কালীমাতা মন্দিরের সেবাইত ছিলেন।
কোন মন্তব্য নেই