শিরোনাম

ঠাকুরগাঁওয়ে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন - Chief TV - চিফ টিভি


ঠাকুরগাঁওয়ে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন
ছবি-প্রতিনিধি
মোহাম্মদ রায়হান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন করেছেন উপজেলাবাসি।

সোমবার (১ জুলাই) সকাল ১১ টার দিকে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় উপজেলাবাসীর পক্ষ থেকে এ মানববন্ধন করা হয়।

এক ঘণ্টা ব্যাপীর এ মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন রায়, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, উপজেলা জাসদের সভাপতি সলেমান আলী, উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক গোলাম মুর্তাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ অন লাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা আকতার বানু, সাংবাদিক নুরনবী রানা সহ স্থানীয় আরও অন্যান্যরা বক্তব্য দেন।

এ সময় তারা বলেন, বর্তমানে পৌর শহর থেকে শুরু করে উপজেলার গ্রাম গঞ্জে প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। অবিলম্বে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে এনে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।

কোন মন্তব্য নেই