শিরোনাম

খুলনায় সবুজের সমারোহ গড়তে সেচ্ছাসেবীদের নিয়ে প্রস্তুতি সভা - Chief TV - চিফ টিভি

খুলনায় সবুজের সমারোহ গড়তে সেচ্ছাসেবীদের নিয়ে প্রস্তুতি সভা
ছবি-প্রতিনিধি
শাহাদাত হোসেন নোবেল, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিঘলিয়া উপজেলায় ৬ ইউনিয়নে সকল গ্রাম,স্কুল-কলেজ, রাস্তার পাশে,  নদীর কিনার সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে দিঘলিয়া উপজেলা কনফারেন্স রুমে দিঘলিয়া উপজেলার সকল সেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ।   

গতকাল ০৬.০৭.২৪ ইং তারিখে দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লা মাকসু  উপদেষ্টা আলোর মিছিল ও দিঘলিয়া উন্নয়ন সংস্থা। 

বিশেষ অতিথি ছিলেন কামরুল জামান। সুতিরকুল মাধ্যমে মাধ্যমিক,অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রিয়াজ সভাপতি পরিচ্ছন্ন দিঘলিয়া, বক্তব্য রাখেন শেখ তারেক সভাপতি সামাজিক সংগঠন আলোর মিছিল ও শেখ শামিমুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব। 

এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ আল-আমিন প্রতিষ্ঠাতা দিঘলিয়া উন্নয়ন সংস্থা, মো আব্দুলাহ সভাপতি ভ্রমগাতি ব্লাড ব্যাংক,মো রাতুল সাধারণ সম্পাদক দিঘলিয়া উন্নয়ন সংস্থা, মোঃ সাজ্জাদ সাধারণ সম্পাদক পরিচ্ছন্ন দিঘলিয়া,মো এনামুল,শাহাজাহা মোড়ল,আশা,সাংবাদিক জাহিদ,মোঃ সালাউদ্দীন এডমিন আমাদের দিঘলিয়া, সাংবাদিক শাহাদাত হোসেন নোবেল সহ আরো অনেকে।


কোন মন্তব্য নেই