গাড়ি ছেড়ে অটোরিকশায় ইইউ রাষ্ট্রদূত - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
সরকারি চাকরিতে কোটার প্রতিবাদে রাজধানীতে চলমান শিক্ষার্থীদের সড়ক অবরোধে আটকা পড়েন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে শেষ সাক্ষাতে যাওয়ার সময় তাকে আটকা পড়তে হয়। তবে এ নিয়ে মোটেও বিব্রত ছিলেন না হোয়াইটলি। বরং হেঁটে ও অটোরিকশায় চড়ে বেশ উপভোগ করেছেন এই রাষ্ট্রদূত। তার সঙ্গে ছিলেন উপপ্রধান বার্নড স্পানিয়ের।
জানা গেছে, বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে পূর্বনির্ধারিত বিদায়ী বৈঠকে অংশ নিতে যাচ্ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সেখানে যাওয়ার সময় ঢাকা এক্সপ্রেসওয়েতে আটকে পড়েন তিনি। বাধ্য হয়ে গাড়ি রেখে বিকল্প উপায় খুঁজে নিলেন তিনি।
ডেপুটি হেড অব মিশন ড. বার্নড স্প্যানিয়ারের ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন হোয়াইটলি। ভিডিওতে দেখা যায়, কিছু সময় হেঁটে, কিছু সময় সিএনজিচালিত অটোরিকশায় চড়ে গন্তব্যে পৌঁছান হোয়াইটলি। ভিডিওর সঙ্গে হোয়াইটলি লিখেছেন, “বিক্ষোভের কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়ি রেখে সিএনজিতে মাননীয় স্পিকারের সঙ্গে দেখা করতে পৌঁছেছিলাম। ‘মৃত্যুঝুঁকি নিয়ে শূন্যে দড়ির ওপর দিয়ে হাঁটার মতো অবস্থায়’ স্মরণীয় একটি ভিডিও ধারণ করেছেন বার্নড।”
কোন মন্তব্য নেই