শিরোনাম

সড়কে অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই শিশুর পরিচয় মিলেছে - Chief TV - চিফ টিভি

সড়কে অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই শিশুর পরিচয় মিলেছে
ছবি-প্রতিনিধি
মাহাবুল ইসলাম পরাগ, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীতে ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই শিশুর পরিচয় মিলেছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পর ওই শিশু ও তার নিহত মায়ের পরিচয় পাওয়া যায়। গাজীপুরের টঙ্গীতে ফ্লাইওভারের সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়। অলৌকিকভাবে বেঁচে যায় এক বছরের শিশু তাসমিয়া।

নিহত মা তাসলিমা আক্তার (২৬) নরসিংদী সদর থানার পাদুয়ার চর গ্রামের স্বপন আলীর মেয়ে। আর অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুর নাম তাসমিয়া (১)। সে নিহত তসলিমার মেয়ে।

জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে ফ্লাইওভারের ওপরে গাড়িচাপায় এক নারীর ছিন্নভিন্ন মরদেহ পড়েছিল। পাশেই আঘাতপ্রাপ্ত একটি শিশু কাঁদছিল। এ সময় নিহত মা ও জীবিত মেয়ের পরিচয় পাওয়া যাচ্ছিলো না।

কোন মন্তব্য নেই