কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
চাঁদপুরের কচুয়া উপজেলার খলাগাঁও গ্রামে বুধবার সন্ধ্যায় রুদ্র সরকার (২) নামে পানিতে ডুবে এক র্শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের' বিনয় সরকারের ছেলে।
শিশুটির বাবা, বিনয় সরকার জানান, ঘটনার সময় তার পুত্র রুদ্র সরকার ঘর থেকে বের হয়ে আকস্মিক ভাবে পুকুরে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে তার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। এদিকে বিনয় সরকারের একমাত্র ছেলের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম বইছে।
কোন মন্তব্য নেই