কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২৫০টি বানভাসি পরিবারের মাঝে চাল বিতরণ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী, জ্যোতিন্দ্র নারায়ণ, রামপ্রসাদ ও রোশন শিমুলবাড়ীর বিভিন্ন চরের ২৫০টি বানভাসি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
শনিবার (১৩ জুলাই) বিকালে ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত নৌকা যোগাযোগে ধরলা ও বারোমাসিয়া নদী পাড়ি দিয়ে ওই সব এলাকায় গিয়ে প্রত্যেক বানভাসি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক অনিল চন্দ্র রায়, চিফ টিভি ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি রনবীর রায় রাজ ও সোনাইকাজী ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আউয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত জানান, আজকে আড়াইশ পরিবারসহ মোট দ্বিতীয় দফায় বন্যায় ফুলবাড়ী উপজেলার পাঁচটি ইউনিয়ন ধরলা ও বারোমাসিয়া নদীর তীরবর্তী বানভাসীদের মাঝে ২৪ টন চাল, নগদ ১ লাখ টাকা ও শুকনা খাবার ২০০ প্যাকেট বিতরণ করা হয়েছে। এখনো ৭ টন চাল মজুত আছে। সেগুলো দুই এক দিনের মধ্যে বিতরণ করা হবে বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই