লালমনিরহাটে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনির চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার নিঃশর্তে মুক্তির দাবিতে সমাবেশ করেছেন লালমনিরহাট জেলা বিএনপি।
বুধবার (৩ জুলাই) শহরের মিশন মোড় চত্বরে বিএনির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনির সহ-সভাপতি এ্যাডঃ রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
তিনি বক্তব্যে বলেন, খালেদাজিয়া ওপর শেখ হাসিনার এত রাগ, হিংসার কারণ, তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী। খালেদাজিয়া যতবার নির্বাচন করেছেন সব আসনেই জয়ী হয়েছেন। খালেদা জিয়া দুই কোটি টাকার মামলার জামিন হয় না, অথচ খুনের মামলায় জামিন হয়, ধর্ষণের জামিন হয়, কিন্তু খালেদা জিয়ার মামলার জামিন হয় না।
দুলু বলেন, সীমান্তবর্তী জেলা লালমনিরহাট, ভারতীয় সীমান্ত বাহিনী নির্বিচারে গুলি করে মানুষ মারছে, তার কোন বিচার করছে না। খালেদা জিয়া উচ্চ আদালতে গিয়েছে সেখানে তার শাস্তি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, এ রায় শেখ হাসিনার রায়।
তিনি আরও বলেন, বাংলাদেশের দায়িত্ব ছাগলকে দিতে হবে ভবিষ্যতে। শেখ মুজিবুর রহমান বলেছিলেন সবাই পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরার খনি আর সেই চোরের খনিকে শেখ হাসিনা এখন চোরের কারখানা বানিয়েছে।
এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র যুগ্ম সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান, এ কে মমিনুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি রোকনউদ্দিন বাবুল, পৌর বিএনপি'র আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, প্রমুখ। এ সময় খোলা রাস্তায় বৃষ্টি উপেক্ষা করে, জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই