শিরোনাম

খুলনার দিঘলিয়া জহিরুল হক স্মৃতি ফুটবল টুনামেন্ট -২০২৪ - Chief TV - চিফ টিভি

খুলনার দিঘলিয়া জহিরুল হক স্মৃতি ফুটবল টুনামেন্ট -২০২৪
ছবি-প্রতিনিধি
শাহাদাত হোসেন নোবেল, খুলনা প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়া উপজেলায় সোনালি অতিত ক্লাব দিঘলিয়া উপজেলা কর্তিক আয়োজিত খান জহিরুল হক স্মৃতি ফুটবল টুনামেন্ট -২০২৪ এর প্রস্তুতি সভা অনুষ্ঠীত হয়। প্রস্তুতি সভাই সভাপতিত্ব করেন মো টিপু সুলতান সভাপতি সোনালি অতিত ক্লাব দিঘলিয়া, অনুষ্টান পরিচালনা করেন জি এম আকরাম সাধারন সম্পাদক সোনালি অতিত ক্লাব দিঘলিয়া খুলনা।

সভাই আগামী ১৯.০৭.২৪ ইং রোজ শুক্রবার দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব মাঠে ফূটবল টুনামেন্ট এর আয়োজন এর সিদ্ধান্ত গৃহিত হয়। এবং সমায় ৪টাই নির্ধারন করা হয়। খান জহিরুল হক স্মৃতি ফুটবল টুনামেন্ট -২০২৪ এর উদ্ধোধন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শেখ মো আসলাম, উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খান নজরুল ইসলাম,সভাপতি বাংলাদেশ আওমীলীক দিঘলিয়া উপজেলা খুলনা। জহিরুল হক স্মৃতি ফুটবল টুনামেন্ট -২০২৪ এর অংশগ্রহন করবেন খুলনা যশোর সহ বিভিন্ন অঞ্চালের ফুটবল টিম ও ক্লাব।

কোন মন্তব্য নেই