শিরোনাম

বিশ্ব ট্রেন্ডিংয়ে ‘লাগে উরা ধুরা’ - Chief TV - চিফ টিভি

বিশ্ব ট্রেন্ডিংয়ে ‘লাগে উরা ধুরা’ - Chief TV - চিফ টিভি


ছবি-সংগৃহিত
বিনোদন ডেস্কঃ

ইউটিউবে বিশ্বব্যাপী সেরা ১০০ গানের তালিকার চার নম্বরে উঠে এসেছে শাকিব খানের ‘তুফান’ সিনেমার গান ‘লাগে উরা ধুরা’। গানটি অল্প সময়ে শ্রোতাদের মন কেড়েছে। আর তাই দুই বাংলার পাশাপাশি পাকিস্তানসহ বিভিন্ন দেশের শ্রোতারাও গানটিকে গ্রহণ করেছেন। সোশ্যাল মিডিয়াতে, এই গানে রিলস তৈরি হয়েছে কয়েক লাখ। দুটি ইউটিউব চ্যানেল মিলিয়ে গানটি ভিউ ছাড়িয়ে ১০০ মিলিয়ন।

কোন মন্তব্য নেই