বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনকারী ও বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ককটেল হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এরমধ্যে চারজনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শাজমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে আজিজুল হক কলেজের নতুন ভবনেরমেইন গেটের সামনে এ ঘটনা ঘটে। কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধের পর ককটেল বিস্ফোরণ হয়।
আহত শিক্ষার্থীরা হলেন সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের তাফসির এবং পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সুমন, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের মামুন এবং মিলন। এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন আন্দোলনকারীরা।
আহতরা বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আমরা কলেজের সামনে তিনমাথা টু সাতমাথা সড়ক অবরোধ করি। প্রায় ২০ মিনিট আমাদের অবরোধ কর্মসূচি শেষ করে কলেজ থেকে ফিরছিলাম। সুমনও মেইন গেটের পাশে বসেছিল। এমন সময় ককটেল বিস্ফোরণ করা হলে আমরা আহত হই।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, কলেজ ক্যাম্পাস শান্ত আছে।
এদিকে আন্দোলনের সমর্থনে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ ও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার রাত ১০টার দিকে শজিমেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে। একই দাবিতে মঙ্গলবার সকাল সোয়া ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত কলেজের সামনে ঢাকা টু রংপুর মহাসড়কের এক পাশ অবরোধ করেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েলের আহবানে অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে আসেন। এরপর তারা আবারো মিছিল সমাবেশ করেন। অপরদিকে দুপুর ২টার দিকে বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীর মিছিল নিয়ে শহরের বনানী মোড়ের শাপলা চত্বরে অবস্থান নেন। যাওয়ার পথে সরকারি শাহসুলতান কলেজের ছাত্ররা তাদের ওপর হামলা করলে ছয়-সাতজন আহত হয়। এ সময় উত্তরের ১১ জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
এদিকে কোটা সংস্কারের দাবিতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর দেড়টা থেকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে বগুড়া-বনানী অবরোধ করে বিক্ষোভ করছেন।
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সোহাগ আলী, রাসেল, রাকিব জানান, তাঁরা দুপুর ১টার দিকে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বগুড়া সরকারি শাহসুলতান কলেজের সামনে গেলে কলেজ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালান। এতে তাদের ৫-৬ জন শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে তাঁরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সড়কে বসে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন।এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে শহরের বনানী মাটিডালী সড়কে সাতমাথা থেকে বনানীর দিকে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। সেখানে পুলিশ থাকলেও তাঁরা সতর্ক অবস্থায় রয়েছেন।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘ছাত্রলীগের কেউ হামলা করেনি। বরং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শাহসুলতান কলেজের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করেছে।’
কোন মন্তব্য নেই