বগুড়ায় র্যাবের অভিযানে ব্যাংকের দেড় কোটি টাকা আত্মসাতের মূল পরিকল্পনাকারী গ্রেফতার - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
র্যাবের অভিযানে বগুড়ার আদমদীঘি চাঁপাপুর বাজারের ইসলামী ব্যাংক (পিএলসি) থেকে দেড় কোটি টাকা আত্মসাতের মূল পরিকল্পনাকারী সুজন রহমানকে (২৭) গ্রেফতার করেছে র্যাব-১২।
গতকাল সোমবার রাত ৮টার দিকে বগুড়া রেপ ১২ ও নবীনগর র্যাপ চ-০৪ এর যৌথ অভিযানে ঢাকার ধামরাই উপজেলার তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, বগুড়ার কাহালু উপজেলার এনামুল হকের ছেলে সুজন। তিনি ওই ব্যাংকের ক্যাশিয়ার হিসাবে নিয়োজিত ছিলেন।
মঙ্গলবার (৯জুলাই) দুপুর ১২টার দিকে বগুড়া র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।
এ বিষয়ে প্রেস ব্রিফিং এ কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন,গত ২৩ মে মার্জিয়া বেগম নামের এক গ্রাহক ওই ব্যাংকে তার জমাকৃত টাকা উত্তোলন করতে এসে এ্যাকউন্টে টাকা কম দেখতে পেলে সুজনের টাকা আত্মসাতের ঘটনা সামনে আসে। ওই দিন সুজন ব্যাংকে না আসলে খোঁজ নিয়ে জানা যায়, তিনি বাসায় তালা লাগিয়ে লাপাত্তা হয়েছেন। পরবর্তীতে এই ঘটনায় ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান একটি মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, উল্লেখিত এজেন্ট ব্যাংকিং শাখার আউটলেটটি সুজনের বড় চাচার নামে লাইসেন্সকৃত। তার বড় চাচা বিভিন্নভাবে আর্থিক সংকটে পড়লে তারা মিলে পরিকল্পনা করে গ্রাহকের টাকা জমা নেয়ার সময় রিসিপ্ট না দিয়ে গ্রাহককে ম্যানেজ করবে এবং ওই টাকা গ্রাহকের একাউন্টে জমা না করে তারা নিজেরা ভাগ করে নিবে। অপরদিকে গ্রাহকের ফিঙ্গার প্রিন্ট দিয়ে তাদের একাউন্টে রাখা টাকা উত্তোলনের সময় একাধিকবার ফিঙ্গার প্রিন্ট নিয়ে বেশি টাকা উত্তোলন করে তা ভাগ করে নিতো জানান আসামি সুজন ।
এছাড়া তিনি বলেন, গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য আদমদীঘি থানায় হস্তান্তর করা হবে।
কোন মন্তব্য নেই