সাভারের কাঠগড়ার এলাকায় শ্রাবণী নিটওয়্যার লিমিটেড কারখানার গোডাউনে অগ্নিকান্ড - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বৃহস্পতিবার ( ১৮ ই জুলাই) সকাল ৭ টার দিকে আশুলিয়া, কাঠগড়া এলাকার শ্রাবণী নীটওয়্যার লিমিটেড তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের ৩ টি ও আশে পাশের ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, ওই গোডাউনে কার্টুন কাপড় জেনারেটরের যন্ত্রাংশ ছিলো, আগুনে সেগুলো পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন শর্ট-সার্কিট থেকে সূত্রপাত হয়, এতে করে প্রায় কয়েক কোটি টাকার পোশাক পুড়ে যায়।
কোন মন্তব্য নেই