শিরোনাম

ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল - Chief TV - চিফ টিভি

ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল
ছবি-প্রতিনিধি
মোহাম্মদ রায়হান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটাপদ্ধতি সংস্কার ও আদালতের রায় বাতিলের দাবিতে আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠাকুরগাঁওয়ে সাধারণ ছাত্র সমাজ।

রোববার (১৪ জুলাই) ২ টার দিকে জেলা শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁওয়ে সাধারণ ছাত্র সমাজ এর আয়োজনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠাকুরগাঁওয়ের সমন্বয়ক, সারোয়ার হোসেন পারভেজ সহ অন্যান্য আন্দোলনকৃত সদস্যবৃন্দ।

এসময় বক্তারা বলেন,আমাদের এক দফায় - ‘সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।’

কোন মন্তব্য নেই