শিরোনাম

শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গুলি করে হত্যা - Chief TV - চিফ টিভি

শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গুলি করে হত্যা
ছবি-প্রতিনিধি
শাহাদাত হোসেন নোবেল,খুলনা প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়া উপজেলার ৮ নং শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে।

শনিবার (৬ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় তিনি মোটরসাইকেল চালিয়ে ডুমুরিয়া থেকে খুলনায় নিজের বাসায় ফিরছিলেন।

গুটুদিয়া ওয়াপদার ব্রিজের পূর্বপাশে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলি তার পিঠে লাগে। এতে তিনি ঘটনাস্থলে পড়ে যান। 

স্থানীয় লোকজন গুলির শব্দ পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থার অবনতি হতে থাকে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এদিকে চেয়ারম্যানের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখান থেকে আলামত সংগ্রহের চেষ্টা করি। এ হত্যায় জড়িতদের শনাক্তে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।

খুলনার পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ঘটনার পরপরই আসামিদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, তা তদন্ত ছাড়া বলা যাবে না।

ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক গোবিন্দ ঘোষ জানান, বিকেল পাঁচটায় বিশেষ বর্ধিত সভা শুরু হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেষ হয় ওই সভা। এরপর রবিউল আরও কয়েকজন ইউপি চেয়ারম্যানের সঙ্গে বাজারে বসে আড্ডা দিয়েছিলেন। পরে খুলনায় যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন।

কোন মন্তব্য নেই