শিরোনাম

কিশোরগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত - Chief TV - চিফ টিভি

কিশোরগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত
ছবি-প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধিঃ 

নীলফামারীর কিশোরগঞ্জে বাহাগিলী ইউনিয়নের দীর্ঘ ১২ বছর যাবৎ ঝুঁকি পূর্ণ প্রধান সড়ক স্থায়ী ভাবে সংস্কারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছেন বাহাগিলী ইউনিয়নবাসী।

বুধবার দুপুর ১২ টায় উপজেলার বাহাগিলী ইউনিয়নের প্রবেশদ্বার (ব্রিজের মোড়) এ কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন।

জানা যায়,উপজেলার বাহাগিলী ইউনিয়নের প্রধান সড়ক (মুল প্রবেশদ্বার) এর প্রায় ১ কি.মি রাস্তা দীর্ঘ ১২ বছর ধরে ঝুঁকি পূর্ণ অবস্থায় পড়ে আছে। গত দুই বছর আগে মানববন্ধন করেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি কতৃপক্ষ।

রাস্তাটি ভাঙ্গাচুরা ও বেহাল দশায় পরিণত হওয়ায় গ্রামের প্রায় ২৫ হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। রোগী নিয়ে সময়মত হাসপাতালে যাওয়া যায় না। কারও বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি আসারও কোনো ব্যবস্থা নেই।

দ্রুত রাস্তাাটি সংস্কার করা এখন সকলের প্রাণের দাবি হয়ে উঠেছে। উক্ত কর্মসূচীতে বক্তব্য দেন বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টন,ইউপি সদস্য স্বপন,ইউপি সদস্য বাবুল, সাংবাদিক শামীম হোসেন বাবুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য নেই