পঞ্চগড়ে ৪২ ঘণ্টা পর নদীতে আনসার কমান্ডারের মরদেহ উদ্ধার - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
নদীতে নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টা পর ইউনিয়ন আনসার কমান্ডার মোস্তাফিজুর রহমানের (২৭) মরদেহ পাওয়া গেছে। জাল দিয়ে মাছ ধরতে গিয়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। গতকাল সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পঞ্চগড় সদর ইউনিয়নের গোফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তালমা নদীর পাড়ে তার মরদেহটি ভেসে ওঠে। পরে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে। তার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানা যায়, মোস্তাফিজুর রহমান সদর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি গত রোববার দুপুরে বাড়ির পাশের তালমা নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে জাল হাতে নিয়ে নদী পার হওয়ার সময় পানির স্রোতে তলিয়ে যান মোস্তাফিজুর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে তার কোনো খোঁজ পায়নি। পরে রংপুর থেকে ডুবুরি দল আসলেও তারা মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়।
গতকাল সকালে গোফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তালমা নদীতে একটি লাশ ভেসে যেতে দেখেন স্থানীয় কয়েকজন। পরে তারা লাশটি উদ্ধার করে নদীর বালুচরে রাখে। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি মোস্তাফিজুরের বলে নিশ্চিত হয়।
কোন মন্তব্য নেই