বগুড়ায় জামাইয়ের হাতে শ্বাশুড়ি খুন ,২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বগুড়ার আদমদিঘী থানাধীন ছাতুয়া এলাকায় জামাইয়ের হাতে শ্বাশুড়ি খুনর ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামি রাসেলকে (২৮) গ্রেফতার করেছে বগুড়া র্যাব-১২।
বৃহস্পতিবার (১১ই জুলাই) রাত ৩টার দিকে বগুড়া র্যাব -১২ ও গাইবান্ধা র্যাব-১৩ এর যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন হাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাসেলকে (২৮) গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আসামি হলেন, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মিতইল গ্রামের সেলিমের ছেলে রাসেল (২৮)।
বৃহস্পতিবার (১১ই জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।
প্রেস ব্রিফিং তিনি আরোও জানান, আসামি রাসেল দীর্ঘদিন যাবৎ তার শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। আসামি রাসেলে সাথে তার স্ত্রীর প্রায় পারিবারিক কলহ লেগেই থাকত। এমনই গত বুধবার (১০ই জুলাই) দুপুরে রাসেল তার স্ত্রীর থেকে খাবার চাইলে আসামি রাসেলকে খাবারের জন্য একটু অপেক্ষা করতে বলে। সেসময় স্ত্রীর সাথে রাসেলের কথা কাটাকাটি হয় ও একপর্যায়ে রাসেল রান্না ঘরের লোহার বেড়ী হাতে নিয়ে মারপিট শুরু করে। তখন নিহত জাবেদা তাদের মারপিট সমাধান করার জন্য এগিয়ে আসলে জামাই রাসেলের হাতে থাকা লোহার বেড়ী দিয়ে শাশুড়ি জবেদা বেগম এর গলায় আঘাত করলে গলার ভিতরে ঢুকিয়া যায় ও কৌশলে রাসেল সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় জাবেদাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ নিয়ে যাওয়ার পথমধ্যে জাবেদা মারা যান।
এরই প্রেক্ষিতে, র্যাবের তৎপরতায় এক গোপন সংবাদে জানতে পারেন, যে আসামি গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন হাজীপাড়া এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ই জুলাই) রাত ৩ টার দিকে সেখানে র্যাব-১২ ও গাইবান্ধা র্যাব-১৩ এর যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদমদিঘী থানায় হস্তান্তর করা হবে।
কোন মন্তব্য নেই