শিরোনাম

ব্রহ্মগাতী ব্লাড লাইনের ৭র্ম বাৎসরিক বৃক্ষরোপণ ও বিতরণ - Chief TV - চিফ টিভি

ব্রহ্মগাতী ব্লাড লাইনের ৭র্ম বাৎসরিক বৃক্ষরোপণ ও বিতরণ
ছবি-প্রতিনিধি
শাহাদাত হোসেন নোবেল, খুলনা প্রতিনিধিঃ

ব্রহ্মগাতী ব্লাড লাইন - Brammagati Blood Line দিঘলিয়া খুলনা এর ৭র্ম বাৎসরিক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি বাস্তবায়ন শুরু,করেছে। 

আজ ১০ই জুলাই ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ গাছ বিতরণের মাধ্যমে ২৪ সালে আমাদের কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা,সবুজের_সমারোহ_গড়তে ভবিষ্যতে প্রজন্মের হাতে তুলে দিলাম ভালোবাসা। এরাই আগামীর ভবিষ্যত। ভালোথাকবে বাংলাদেশ। 

আসুন নিজ নিজ স্থান থেকে আপনিও এগিয়ে আসুন।

ব্রহ্মগাতী ব্লাড লাইন এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন বলেন ইনশাআল্লাহ  আমরা আছি সকল ভালোর সাথে চাইলে আপনিও সহযোগিতা করতে পারেন।  জাযাকাল্লাহ খাইরান। সদকায়ে জারিয়া হিসাবে আসুন ১ টা হলেও গাছ রোপণ করি।

কোন মন্তব্য নেই