শিরোনাম

রাতভর পার্টি, মাতাল অবস্থায় ক্যামেরাবন্দী উরফি - Chief TV - চিফ টিভি


রাতভর পার্টি, মাতাল অবস্থায় ক্যামেরাবন্দী উরফি
ছবি-প্রতিনিধি
বিনোদন ডেস্কঃ

হাতের কাছে যা পায় তা দিয়ে পোশাক বানিয়ে ভাইরাল উরফি জাভেদ। যা নিয়ে বিভিন্ন সময় খবরের শিরোনামে আসেন তিনি। বলিউডের তারকা সন্তানদের সাথে তাকে খুব বেশি দেখা যায় না বললেই চলে। তবে, কদিন আগে অনন্যা পাণ্ডের সঙ্গে পার্টি করতে দেখা যায় তাকে। এবার অন্যরকম ভাবে ক্যামেরায় ধরা দিলেন উরফি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, মুম্বইয়ের একটি রেস্টুরেন্ট থেকে রাতভর পার্টি শেষ করে বেড়িয়েছেন তিনি। অন্য দিনের তুলনায় একেবারে আলাদা উরফিকে দেখা গেলো এ রাতে। তিনি ঠিক মতো হাটতেও পারছিলেন না। পা কাঁপছিল তার। তাকে গাড়ি পর্যন্ত পৌছে দিলেন তার এক বান্ধবী।

এসময় উরফিকে বলতে শোনা যায়, কিছু হয়নি, একদম ঠিক আছি আমি।

তার এমন ভিডিও দেখে কিছুটা হলেও ধারণা করা যায় তিনি মাতাল হয়ে আছেন। আর তাই অনেকেই এ নিয়ে মন্তব্য করেছেন। নেট মাধ্যমে কেউ কেউ বলছেন, উনি কি ভয় পেয়ে আছেন? নাকি মদ্যপান করেছেন? কারও মতে, পুরো মাতাল অবস্থার অভিনয় করছেন, যা নাটক করতে পারেন। আবার অনেকে বলছেন, উরফির কাছ থেকে এমন মাতলামি ছাড়া আর কি আশা করা যায়!

কোন মন্তব্য নেই