বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহীদ উল্লাহ্-কে গণসংবর্ধনা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত করায়, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহীদ উল্লাহকে ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
গতকাল সন্ধ্যা ছয়টায় মুন লাইট এর উচ্চ বিদ্যালয়ে ৩৭ ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে সাইদুর রহমান শহীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আবদুল্লা আল মামুন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাছা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ মহি, সাধারণ সম্পাদক হাজী আদম আলী, নবনির্বাচিত সদস্য শাহজাহান মাস্টার, গাছা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম, বাবুল মন্ডল, থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুণ, মহিলা শ্রমিক লীগের নেত্রী সখিনা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য আব্দুল্লাহ মামুন মন্ডল বলেন দলের দুঃসময়ে দলের জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছেন। তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মূল্যায়ন করেছেন। দলের কিছু দুষ্কৃতিকারী দলের নাম ব্যবহার করে বঙ্গবন্ধুকে কটূক্তি কারীর বাহিনী তারা আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার হারিয়েছে। সোশাল মিডিয়ায় দলের গঠনতন্ত্রের উপরে আঘাত এনে বিভিন্ন রকম সমালোচনা ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন। এদের হাত থেকে আওয়ামী লীগকে রক্ষা করতে হবে।
কোন মন্তব্য নেই