শিরোনাম

সাংবাদিক মোজাফফার এর উপর সন্ত্রাসীর হামলা - Chief TV - চিফ টিভি

সাংবাদিক মোজাফফার এর উপর সন্ত্রাসীর হামলা
ছবি-প্রতিনিধি
জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ

যশোরের মনিরামপুরে দৈনিক চেতনায় বাংলাদেশ ও অনলাইন নিউজ পোর্টাল গাঙচিল টিভি এবং সাপ্তাহিক পল্লীকথা পত্রিকার সাংবাদিক কে এম মোজাফফার হোসাইন এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

জানা গেছে, ৩০ জুন রাত আনুমানিক ৯টার সময়ে নওয়াপাড়াস্থ সাংবাদিক অফিস শেষ করে নিজ বাড়ী মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নস্থ এনায়েপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি হিরো হোন্ডা মোটরসাইকেল যোগে তিন জন হেলমেট পরিহিত সন্ত্রাসী দেশীয় তৈরি অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।

পরে সাংবাদিক মোজাফফারের ডাক-চিৎকার ও উপস্থিত বুদ্ধিতে প্রাণে বেঁচে যায়। এসময় ঘাতকেরা পরিস্থিতি অস্বাভাবিক বুঝলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। 

এদিকে সাংবাদিক মোজাফফারের উপরে সন্ত্রাসী হামলা হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল তীব্র নিন্দা ও আসামিদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

এবিষয়ে মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মোজাফফার। গাইবান্ধা সাংবাদিকের পক্ষ থেকে  আমি মো:জাহিদুল ইসলাম,তীব্র নিন্দা জানাই ও সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হোক। 

উল্লেখ্য থাকে যে, মনিরামপুর ইউনিয়নস্থ মনোহরপুরে মাদক জুয়া ও মোবাইল জুয়া (অনলাইন ক্যাসিনো)  উপর কয়েক মাস পূর্বে সংবাদ প্রকাশ করা হলে  তারপর থেকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে একটি অজ্ঞাত মহল। তারই জের ধরে এই হামলা হতে পারে বলে মনে করছেন তিনি ও স্থানীয়রা।

এবিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে ১০ জুন সকালে এক‌ই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একদল অস্ত্রধারী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জেমস আব্দুর রহিম রানা'র উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে এবং তার মোবাইল ফোন ভেঙে দেয়।

এসময় তার স্ত্রীকেও জখম করে এবং নগদ টাকা ছিনিয়ে নেয়।

কোন মন্তব্য নেই