শিরোনাম

বগুড়া প্রেসক্লাবের বহিস্কৃত সদস্যদের অপতৎপরতা শক্তহাতে প্রতিহত করা হবে : আহ্বায়ক কমিটি - Chief TV News

বগুড়া প্রেসক্লাবের বহিস্কৃত সদস্যদের অপতৎপরতা শক্তহাতে প্রতিহত করা হবে : আহ্বায়ক কমিটি - Chief TV News

২৪ আগষ্ট’২৪ শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক ওয়াসিকুর রহমান। এসময় সাংগঠনিক বিষয়ে আলোচনার পাশাপাশি বহিস্কৃত সদস্যদের প্রেসক্লাব এবং দেশবিরোধী অপতৎপরতা সম্পর্কে বিশদ আলোচনা হয়।

সভায় জানানো হয়, সম্প্রতি বগুড়া প্রেসক্লাব থেকে বহিস্কৃত সদস্য এবং তাদের সহযোগিরা গোপন আঁতাতের মাধ্যমে প্রেসক্লাব এবং বর্তমান সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা রাতের আঁধারে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে গোপন সভায় মিলিত হয়ে গোপন মিশন বাস্তবায়নের কুটকৌশল নির্ধারণ করছেন।  দীর্ঘ প্রায় দেড়যুগ পতিত হাসিনার আওয়ামী ফ্যাসিবাদের সহযোগি হিসেবে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মি এবং ভিন্নমতের সাংবাদিকসহ সাধারন মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এসব আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কারনে পেশাদার সাংবাদিকরা দূর্বিসহ জীবন যাপন করেছেন। ক্ষমতার অপব্যবহার করে সরকারি দপ্তরগুলোতে বিরোধী মতের সাংবাদিকদের প্রবেশাধিকার হরণ করেছিলো এই গোষ্ঠী।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনার আওয়ামী দু:শাসনের অবসান এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশটাকে নতুন করে গড়ার প্রচেষ্টায় লিপ্ত, ঠিক সেই মুহুর্তে বগুড়ার মুখচেনা আওয়ামী সাংবাদিকরা নতুন সরকারের বিরুদ্ধে একে পর এক গভীর ষড়যন্ত্র করে চলেছে। বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল আলম নয়নের নেতৃত্বে এই গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলানোর নানা ফন্দি আঁটছে। আওয়ামীলীগের নেতাকর্মিরা পলাতক থাকায় এই সাংবাদিক নামধারী চক্রান্তকারীরাই তাদের বি টীম হিসেবে মাঠে কাজ করছে। নিজেদের অপকর্ম আড়াল করতে তারা বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় খোঁজার অপচেষ্টা চালাচ্ছে।

বগুড়া প্রেসক্লাবের পক্ষ থেকে এই অপরাধী চক্রের কবল থেকে সতর্ক থাকার জন্য আওয়ামীবিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে। পেশাদার সাংবাদিকদের দ্বারা গঠিত আহ্বায়ক কমিটি সুন্দর-সুশৃংখল ভাবে প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করায় সাধারন বগুড়ার সর্বস্তরের সাংবাদিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অথচ চিহ্নিত একটি স্থানীয় দৈনিক নিয়মিতভাবে বহিস্কৃতদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। আহ্বায়ক কমিটির সভায় এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে ভবিষ্যতে বগুড়া প্রেসক্লাব বিরোধী অপশক্তির কোন সংবাদ প্রচারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের দৃষ্টি আকর্ষন করা হয়।

প্রেসক্লাবের বহিস্কৃত সদস্য ও তাদের পৃষ্ঠপোষকদের যেকোন অপতৎপরতা শক্তহাতে প্রতিহত করা হবে বলে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। নতুন সদস্য ফরম সংগ্রহকারীদের সুবিধার্থে ফরম উত্তোলন ও জমার তারিখ ৩০ আগষ্ট’২৪ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব সবুর শাহ লোটাস, যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ ও রাহাত রিটু, সদস্য আব্দুর রহীম বগরা, এস এম আবু সাঈদ, সৈয়দ ফজলে রাব্বী ডলার, মমিনুর রশিদ শাইন, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল, সাইফুল ইসলাম, সাহেদুজ্জামান সিরাজ বিজয় ও আব্দুর রহীম।

বার্তা প্রেরকঃ
সবুর শাহ লোটাস, সদস্য সচিব, বগুড়া প্রেসক্লাব।

কোন মন্তব্য নেই