কুড়িগ্রামের ফুলবাড়ী পরিস্কার-পরিচ্ছন্ন করলেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে শুক্রবার (০৯ আগস্ট) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বর,কেন্দ্রীয় শহীদ মিনার,মসজিদ,বালারহাট কেন্দ্রীয় দূর্গা মন্দির সহ বাজারের প্রধান প্রধান রাস্তাগুলো পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন নাওডাঙ্গা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন, নাওডাঙ্গা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যহত থাকবে।
কোন মন্তব্য নেই