শিরোনাম

বদলগাছীতে কৃষকের লাগানো জমির গাছ কেটে ফেলার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে - Chief TV - চিফ টিভি

 

বদলগাছীতে কৃষকের লাগানো জমির গাছ কেটে ফেলার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে
ছবি-প্রতিনিধি
বুলবুল আহমেদ, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ 

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নে জগৎনগর এলাকায় প্রতিপক্ষের বিরুদ্ধে আকাশমনি,মেহগনি সহ বেশ কিছুগাছ জোরপূর্বক কেটে কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যবসায়ীর বিরুদ্ধে। 

অভিযোগ সূত্রে জানা যায়, ১১ জুন সকালে ওই মথুরাপুর ইউপির জগৎ নগর এলাকার প্রভাবশালী মো.ছানোয়ার মৃধা সহ তার সহযোগীরা কৃষকের গাছগুলো কেটে ফেলেছে এমনটাই অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কৃষক বাবলু মৃথা ।

বদলগাছী উপজেলার মথুরাপুর  ইউনিয়নের  জগৎনগর এলাকায় বাদি বাবলু মৃধার সাড়ে ১৮ শতাংশ জমি পৈত্রিক সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছেন।

প্রভাবশালী মো. ছানোয়ার মৃধার সাথে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে গত রোববার সকালে তাদের জমিতে লাগানো বিভিন্ন জাতের বেশ কিছু গাছ জোরপূর্বক কেটে ফেলেন ছানোয়ার মৃধাসহ তার লোকজন। গাছ কাটার বিষয়ে ছানোয়ার মৃধাকে ঐ কৃষক বললে সে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় এমনটাই অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক বাবলু মৃথা। 

রবিবার (১১ জুন) দুপুরে এ ঘটনায় কৃষক বাবলু মৃধা বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে বাদী- বাবলু মৃথা জানান, আমার পিতার পৈত্রিক সূত্রে ঐ জমির মালিক আমি। ঐ জমির খাজনা খারিজ সব আমার আছে। আমার জমিতে আমি মেহগনি, আকাশমনি সহ বেশ কিছু গাছ লাগিয়ে ছিলাম। আমার প্রতিপক্ষ প্রভাবশালী ছানোয়ার মৃথা আমার জমিতে লাগানো গাছ গুলো তার লোকজন দিয়ে কেটে ফেলাসহ গাছের গোড়ার অংশ উপরে ফেলে সেই জমি দখল করে নেয়। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানাই। 

অভিযুক্ত মো. ছানোয়ারের মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘ দিন যাবত ঐ জমি আমি ভোগদখল করে আসছি,হঠাৎ বাবলু ঐ জমির দাবি করে গাছ লাগায়, এমতাবস্থায় আমার পরিবারের লোকজন সেই গাছগুলো তুলে ফেলে দেয়। এছাড়াও ছানোয়ার মৃধা বলেন ঐ জমি চল্লিশ বছর ধরে ভোগদখল করে আসছি।

কোন মন্তব্য নেই