শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে গ্রাফিতি এঁকে নতুন করে শহর সাজাচ্ছেন শিক্ষার্থীরা - Chief TV - চিফ টিভি

চাঁপাইনবাবগঞ্জে গ্রাফিতি এঁকে নতুন করে শহর সাজাচ্ছেন শিক্ষার্থীরা
ছবি-প্রতিনিধি
আসাদুল্লাহ সনি, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক সরকারি অফিসের দেয়ালসহ শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে গ্রাফিতি এঁকে ও নানা প্রতিবাদী স্লোগানে দেয়াল লিখনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ শহরকে রাঙিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়ের দেয়ালে এসব গ্রাফিতি ও নানা প্রতিবাদী স্লোগান লিখছেন সাধারণ শিক্ষার্থীরা। 

সরজমিনে দেখা মিলছে, শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে কেউ কেউ দেয়াল পরিস্কার করছেন, কেউ আবার রঙ মেশানোর কাজ করছেন। এভাবেই তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাফিতি এঁকতে ব্যস্ত সময় পার করছে।

এছাড়াও সাধারণ মানুষও যুক্ত হয়েছিলো। শহরের দেয়ালগুলোতে নানা ধরনের লেখা ছিলো, যা দৃষ্টিকটু ও সমীচীন নয়। তাই এসব লেখা মুছে নতুন করে রাঙানোর কাজ করছেন তারা। যাতে পথচলতি শিশু-কিশোর থেকে বয়স্ক সবাই বৈষম্য বিরোধী আন্দোলনের স্মৃতি ভুলে না যান, সেজন্য গ্রাফিতি আঁকছেন তারা। শিক্ষার্থীদেরকে অভিভাবক, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করছেন এই দেয়াল চিত্র অঙ্কনে।

কোন মন্তব্য নেই