শিরোনাম

অধ্যক্ষর দ্রুত পদত্যাগের দাবিতে দাশুরিয়া সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি

অধ্যক্ষর দ্রুত পদত্যাগের দাবিতে দাশুরিয়া সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ছবি-প্রতিনিধি
সজিব হোসেন, পাবনা প্রতিনিধিঃ     

অনিয়ম, র্দুনীতি, বৈষম্য ও শিক্ষার্থীদরে নানা হয়রানরি প্রতিবাদে ঈশ্বরদী’র দাশুড়য়িা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম এর দ্রুত পদত্যাগের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ও কলেজের শিক্ষার্থীরা ।

মঙ্গলবার সকাল এগারোটায় কলেজ চত্ত¡রে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য দেন, প্রিন্স, নাহিদ, তৃষা, আকাশ, কুসুম, রাসেল, মেহেদী, সোহলে, সাব্বি প্রমুখ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম নানা অনিয়ম দূর্নীতির সঙ্গে জড়িত রয়েছে। কলেজের লাখ লাখ টাকা আত্মসাৎ করছেন। তার রাজনৈতিক লেজুরবিত্তিক, আর্থিক অনিয়ম, শিক্ষক, র্কমর্কতা-র্কমচারী ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ, শিক্ষার স্বাভাবকি পরিবেশ বিনষ্ট ও শিক্ষকদের সাথে অসদাচরণ নৃত্যদিনের ঘটনা। আয়োজকরা ঘোষণা দিয়ে বলেন,অধ্যক্ষ দ্রুত পদত্যাগ না করলে তার বিরুদ্ধে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে।

কোন মন্তব্য নেই