শিরোনাম

অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করা, ভারতের মুম্বাই থেকে আসা তরুণী নিজেও জানেনা সে বাংলাদেশে - Chief TV - চিফ টিভি

অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করা, ভারতের মুম্বাই থেকে আসা তরুণী নিজেও জানেনা সে বাংলাদেশে
ছবি-প্রতিনিধি
মেহেদী হাসান মিরাজ,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ

মঙ্গলবার মুম্বাইয় থেকে বাংলাদেশে আসে পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন এ এক তরুণী । 

ভারতের এই তরুণী  বাংলাদেশে অবৈধ ভাবে প্রবেশ করলে তেঁতুলিয়া উপজেলা ভজনপুর ছেন্টারে এশিয়ান হাইওয়ে রাস্তায় অযথা ঘোরাফেরা করায় স্থানীয়রা তাকে সন্দেহ করে বসে জিজ্ঞাসাবাদ করলে তাকে হিন্দিতে কথা বলতে দেখা যায়,স্থানীয়রা জিজ্ঞাসা করলে তার বাসা ভারতের মুম্বাইর কথা বলে,অতঃপর পাসপোর্ট ভিসা দেখতে চাইলে সে চুপ করে থাকে,তখন স্থানীয়রা তাকে ৬নং ভজনপুর ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

ভজনপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বলেন, তরুনির নাম :সানজিদা রুনা (২৩) পিতা সাল্লু, তাকে দেখে ও তার কথায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয় না। সব কিছুতেই কেমন যেন রহস্য।

পরিস্থিতি বিবেচনায় তাকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


কোন মন্তব্য নেই