শিরোনাম

পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি

 

পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালী,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে
ছবি-প্রতিনিধি
হামজা শেখ, রাজবাড়ী প্রতিনিধিঃ

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩১জুলাই) সকাল ১১ টায় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য সড়ক র‍্যালী বের করে উপজেলা শিল্পকলা একাডেমির সামনে এসে র‍্যালী শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান  খন্দকার সাইফুল (বুড়ো)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম সাইফুল মোর্শেদ রিংকু ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা পারভীন ইতি। 

পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দে,র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদ আহমেদ।  অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে উপজেলায় রুই জাতীয় মাছ চাষে সাফল্য অর্জন করায় ১/জনাব আজিজুল ইসলাম, মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে সাফল্য অর্জন করায় ২/চন্দ্র শেখর ও রুই জাতীয় মাছ চাষে সাফল্য অর্জন করায় ৩/ মোঃ আব্দুল মতিন মীর কে পুরষ্কার প্রদান করা হয় ও পুরস্কার বিতরণ শেষে পাংশা উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের মাছের পোনা অবমুক্ত করা হয় ও বিকাল ৩ ঘঠিকায় উপজেলার আঃ মালেক প্লাজায় মৎস্য চাষ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। 


কোন মন্তব্য নেই