শিরোনাম

নীলফামারীতে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার - Chief TV - চিফ টিভি

নীলফামারীতে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার
ছবি-প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধিঃ 

নীলফামারীতে পৃথক স্থান থেকে অঞ্জণী রানী ( ৪০) ও অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বুধবার (১৪ আগস্ট) সকালে ডোমারের চিলাহাটি ও সন্ধ্যায় সৈয়দপুরের মিস্ত্রি এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত অঞ্জণী রানী রায় ডোমারের চিলাহাটি এলাকার মনসুর আলীর স্ত্রী ও আরেক জনের এখনো পরিচয় মিলেনি। 

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহশীন আলী বলেন, অঞ্জনী রানী নামে এক গৃহবধূ পারিবারিক কলহের জেরে পার্শবর্তী এক পরিত্যক্ত গোডাউন ঘরে গলায় দরি দিয়ে আত্মহত্যা করেছেন । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শাহ আলম বলেন, আজ সন্ধ্যার দিকে শহরের মিস্ত্রিপাড়া এলাকায় একটি পুকুরে এক নারীর মরদেহ পানিতে ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে মরদেহটি উপরে উঠিয়ে শরীরে লেগেথাকা ময়লা পানি দিয়ে পরিস্কার করেন । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে কিন্তু এখনো তার পরিচয় পাওয়া যায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন।

কোন মন্তব্য নেই