শিরোনাম

ত্রিশালে ছাত্রসমাজ স্টুডেন্ট বাস ভাড়া নির্ধারণ করলো - Chief TV - চিফ টিভি

 

ত্রিশালে ছাত্রসমাজ স্টুডেন্ট বাস ভাড়া নির্ধারণ করলো
ছবি-প্রতিনিধি
অমিত হাসান রনি, ময়মনসিংহ (ত্রিশাল) প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্রসমাজের পক্ষ থেকে ট্রাফিক, রাস্তাঘাট পরিষ্কার ও বাজার নিয়ন্ত্রণ ও নানান কাজের পাশাপাশি এবার স্টুডেন্টদের জন্য বাস ভাড়া নির্ধারণ করলো ছাত্র সমাজ

যেমন ভাড়া নির্ধারণ করলো, 

ত্রিশাল টু ময়মনসিংহ ২০ টাকা 

ময়মনসিংহ টু বালিপাড়া ৩০ টাকা 

ত্রিশাল টু বালিপাড়া ২০ টাকা

ত্রিশাল টু রামপুর ১০ টাকা 

যে সকল বাস মালিকরা নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়ারো হুশিয়ারী জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রসমাজ। তবে এ ভাড়া নির্ধারণ করা হয়েছে শুধু স্টুডেন্টদের জন্য।

কোন মন্তব্য নেই