নাগেশ্বরীতে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপি। বুধবার দুপুরে নাগেশ্বরী বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানা, উপজেলা বিএনপির সভাপতি নুরন্নবী দুলাল, সাংগঠনিক সম্পাদক তানিজমুল ইসলাম কিরণ, রংপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠিনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান লেবু, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব নূর জামাল হোসাইন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আতিকুর রহমান আকাশ, সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আকাশ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। তিনি (তারেক) সব নেতা-কর্মীকে নির্দেশ দিয়েছেন, যদি কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে থেকে তাঁদের ওপর যেন কেউ অত্যাচার-নির্যাতন চালাতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখারও নির্দেশনা দিয়েছেন।
কোন মন্তব্য নেই