জোবায়ের হত্যার প্রতিবাদে মানবন্ধন - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
দীর্ঘ ১৩ দিন অতিবাহিত হওয়ার পরেও জোবায়ের হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি,চিলমারী প্রশাসন । প্রশাসন চুপ থাকার প্রতিবাদে আজ পহেলা আগস্ট বৃহস্পতিবার চিলমারীর সর্বস্তরের জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ' এতে নিহতদের স্বজন ও এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সঠিক বিচারের আহ্বান জানান।এ সময় সর্বস্তরের জনগণের মাঝে চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব,রোকনুজ্জামান শাহীন উপস্থিত থেকে সঠিক তদন্ত ও প্রশাসনের তৎপরতা প্রতি জোড় দেয়ার কথা এবং সঠিক বিচারের ব্যাপারে আশ্বাস দেন।
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ১৮/০৭/২০২৪,ইং তারিখে রোজ বৃহস্পতিবার মধ্যরাতে কে বা কাহারা জোবায়ের আমিন নামে এক মেধাবী শিক্ষার্থীকে ডেকে নিয়ে যান, আনুমানিক রাত ৩টায় তার দুই বন্ধু জোবায়ের এর বাড়িতে জানান পা পিচলে নদীতে পড়ে যায় প্রায় ২ দিন নিখোঁজ থাকার পর গত ২০/০৭/২০২৪ ইং তারিখে রোজ শনিবার আইন শৃঙ্খল বাহিনী ফায়ার সার্ভিসের লোক ঠিক একই স্থান থেকে লাসটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং নিজ এলাকার কবর স্থানে কবর দেওয়া হয় এবং এলাকা বাসির তথ্য অনুযায়ী জোবায়ের এর লাশটি পাওয়া সাথে সাথে, জোবায়ের দুই বন্ধু জায়েদ এবং স্বচ্ছ এলাকা থেকে পলাতক, জোবায়ের এর মায়ের তথ্য অনুযায়ী জোবায়েরকে ১৮ তারিখ সন্ধা রাতে তার দুই বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং ওই রাতেই তার মৃত্যুর ঘটনা ঘটে। মৃত জোবায়ের আমিন রংপুর কারমাইকেল বিশ্ব বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন।
মানববন্ধন কারীদের স্লোগান ছিলো-
জোবায়ের হত্যার বিচার চাই,
খুনিদের ফাঁসি চাই ।
আমার ভাইকে মারলো কেন?
প্রশাসনের জবাব চাই।
খুনি তোরা পালালি কই?
প্রশাসনের জবাব চাই ।
খুনি ধরতে দেরি কেন?
প্রশাসনের জবাব চাই ।
আমার ভাইয়ের খুনিদের,
ফাঁসি চাই দিতে হবে ।
আমার ভাই মাটির নিচে,
খুনি কেন উপরে !!!
কোন মন্তব্য নেই