শিরোনাম

খুলনায় রাজপথে পুলিশের বাধা ভেঙে ছাত্র-জনতার গণমিছিল - Chief TV - চিফ টিভি

খুলনায় রাজপথে পুলিশের বাধা ভেঙে ছাত্র-জনতার গণমিছিল
ছবি-প্রতিনিধি
শাহাদাত হোসেন নোবেল , দিঘলিয়া (খুলনা) প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে খুলনায় পুলিশের বাধা ভেঙে গণমিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজের পর কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ খুলনার নিউমার্কেট এলাকায় পুলিশের বাধা উপেক্ষা করে জড়ো হয়।

খুলনায় সকাল থেকে বিভিন্ন স্থানে সড়কে কড়াকড়ি অবস্থান নেয় পুলিশ। তারা সড়কে শিক্ষার্থীদের জড়ো হতে বাধা দেয়। তবে দুপুরের পর মিছিলকারীরা পুলিশের বাধা ভেঙে অগ্রসর হলেও পুলিশ কোনো ধরনের প্রতিরোধ করেনি।

তারা মিছিল নিয়ে নিউমার্কেটের পশ্চিম দিকের সড়ক দিয়ে শিববাড়ি মোড় হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হয়। শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন স্থানে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্যানা বিলবোর্ড ভাঙচুর করে। মিছিল নিয়ে শিক্ষার্থীরা সোনাডাঙ্গা থানার সামনে উপস্থিত হলে সেখানে টান টান উত্তেজনা দেখা দেয়।

বিপুল সংখ্যক পুলিশ থানার গেটের সামনে অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকে। এসময় বৃষ্টিতে ভিজে মিছিলকারীরা কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যার বিচার দাবি করেন। পরে মিছিল নিয়ে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হয়।

দুপুর ৩টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী নগরীর জিরো পয়েন্ট থেকে গল্লামারি এলাকা পর্যন্ত এ ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়। এদিকে বিকাল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্র-শিক্ষক-জনতার  প্রতিবাদী গান ও স্লোগান সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে পুলিশ। শুক্রবার বিকাল ৫টা ৩৯মিনিটে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিববাড়ি মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় আবার সংঘর্ষ শুরু হয়। এ সময় মুহুর্মুহু টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে পুরো গল্লামারী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

কোন মন্তব্য নেই