চৌদ্দগ্রামে বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন পালিত - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে কেক কাঁটা অনুষ্ঠান ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি। শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু। পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশীদ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক কাজী শাহীন রেজা, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার,পৌর যুবদলের আহ্বায়ক মোঃ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের দলের আহ্বায়ক খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, মৎসজীবিদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই