শিরোনাম

নীলফামারীতে চালু হয়েছে ৬ থানার কার্যক্রম - Chief TV - চিফ টিভি

নীলফামারীতে চালু হয়েছে ৬ থানার কার্যক্রম
ছবি-প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধিঃ 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সকল থানার কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে থানাগুলোর কার্যক্রম। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে নীলফামারীর ছয়টি থানা তাদের সব ধরনের কার্যক্রম চালু করেছেন। এদিকে থানার সব ধরণের কার্যক্রম চালু হওয়া খুশী সেবা গ্রহীতারাও।

সেবা গ্রহীতারা বলছেন, দীর্ঘদিন থানার কার্যক্রম বন্ধ থাকায় নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন, কার্যক্রম আবার চালু হওয়ায় আনন্দিত তারা। কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় সব জায়গায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে বিশ্বাস তাদের। তারা মনে করেন, জেলার যে কয়টি থানা রয়েছে তার কোনোটিতেই কোনো ধরনের ভাঙচুর-অগ্নিসংযোগ বা হতাহতের ঘটনা ঘটেনি। তাই তারা আশাবাদী, দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ সেবাটা আবারও দিতে পারবে।

নীলফামারী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ বলেন, শুক্রবার বিকেল থেকে আমাদের থানার কার্যক্রম শুরু হয়েছে। থানার ভিতরের সব ধরণের সেবা আমরা দিচ্ছি। তবে বাহিরের টহল আপাতত বন্ধ রয়েছে। শনিবার দুপুর পর্যন্ত চারটি অভিযোগ পড়েছে। এছাড়াও গতকাল রাতে একটি হত্যার চেষ্টা মামলা হয়েছে তার আসামীকে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, পুলিশের ধর্মই মানুষের সেবা করা। আমরা পূর্বে মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। বর্তমানেও করছি, ভবিষ্যতেও মানুষের সেবায় নিয়োজিত থাকবো। আমাদের থানার জনবল পরিপূর্ণ রয়েছে। যার জন্য আমাদের কার্যক্রম পরিচালনা করতে কোনো ধরনের সমস্যা হবে না।

নীলফামারীর পুলিশ সুপার মোকবুল হোসেন বলেন, নীলফামারীর সব কটি থানার কার্যক্রম শুক্রবার থেকে চালু হয়েছে। আমাদের কাজ মানুষদের সেবা দেওয়া। আমরা চাই, খুব দ্রুতই যেন আমরা সবাইকে সঠিক সেবা দিতে পারি।

কোন মন্তব্য নেই