চান্দিনা থানায় শনিবার থেকে কার্যক্রম শুরু করবে পুলিশ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
কুমিল্লার চান্দিনা থানায় শনিবার (১০ আগস্ট) থেকে কার্যক্রম শুরু করবে পুলিশ। দেশের অন্যান্য স্থানে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এর ঘটনায় আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে চান্দিনা থানার বেশিরভাগ পুলিশ।
থানার একটি সুত্র জানায়, শুক্রবার (৯ আগস্ট) রাত পর্যন্ত থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক তদন্ত, ৪ জন কর্মকর্তা এবং ১৫ জন পুলিশ সদস্য সহ মোট ২১ জন পুলিশ সদস্য থানায় হাজির রয়েছেন। চান্দিনা থানায় মোট ৫৪ জন পুলিশ সদস্য কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নির্ভরযোগ্য সূত্র।
এদিকে সেনাবাহিনীর একটি টিম পুলিশকে সহযোগিতা করতে চান্দিনা থানায় অবস্থান করছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ।
তিনি বলেন- আমাদের থানায় সেনাবাহিনী ও আনসার সহ আমরা প্রস্তুতি নিচ্ছি। শনিবার থেকে কার্যক্রম শুরু করতে পারবো বলে আমি আশাবাদী।
কোন মন্তব্য নেই