গাজীপুর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন - Cheif TV News
মাহাবুল ইসলাম পরাগ, গাজীপুরঃ
গাজীপুরে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির ৩৭ নং ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ আশাফুল ইসলাম অভি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানের সামনে এসে শেষ হয়।
পরে দলীয় অফিসে জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী সাধারণ সম্পাদক আওল সরকার ওই বিশিষ্ট সম্পাদক সাইদুল ইসলাম যুগ্ম আহবায়ক মোঃ সিদ্দিক রহমান দেলোয়ার হোসেন সুমন আহমেদ এবং নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার সভাপতিতত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ৩৭ নং ওয়ার্ডের যুবদলে সভাপতি মোঃ আশাফুল ইসলাম অভি । এবং বিএনপি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
কোন মন্তব্য নেই