শিরোনাম

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি জিয়া - Chief TV News

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি জিয়া - Chief TV News

ডেস্ক রিপোর্টঃ

বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ পেশাজীবী মো. জিয়াউল হক ভূঁইয়া আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (আইইউটিএএ) নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন।

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। একাডেমিক ও পেশাগত জীবনে তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তিনি গ্রামীণফোন, হুয়াওয়ে এবং অন্যরকম গ্রুপ সহ বেশ কয়েকটি বিখ্যাত বহুজাতিক কর্পোরেশন এবং স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠীতে নেতৃত্বস্থানীয় পদে কাজ  করেছেন।

বর্তমানে, তিনি বাংলাদেশের অন্যতম বৃহত্তম স্টার্টআপ, শপআপে চিফ অব স্টাফ হিসেবে কাজ করছেন এবং একটি এআইভিত্তিক স্টার্টআপ, অলিন এআই-এর সহ-প্রতিষ্ঠাতা।এছাড়াও তিনি বিভিন্ন যুব উন্নয়ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দেন।

তিনি এর আগে একটি সুপরিচিত বৈশ্বিক সংস্থা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের (জেসিআই) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।তিনি চাঁদপুরের হাজীগঞ্জের মডেল হাসপাতালের পরিচালক হিসাবে স্বাস্থ্যসেবা খাতেও সক্রিয়ভাবে অবদান রাখছেন।

কোন মন্তব্য নেই