শিরোনাম

আবার বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম - Chief TV News

আবার বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম - Chief TV News

ডেস্ক রিপোর্টঃ

ভোক্তা পর্যায়ে আবারও বাড়লো এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই ঘোষণা দেয়। 

আজ সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে। এই নিয়ে পর পর তিন মাস এলপিজির দাম বাড়লো।

এর আগে ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে এ দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা।

কোন মন্তব্য নেই