শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি; গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ৩ জনকে - Chief TV News

শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার তিনজন - Chief TV News

শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনগণের হাতে গণ পিটুনির শিকার হয়েছেন তিনজন নামধারী সাংবাদিক। গতসোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া শেরপুর উপজেলার শুভলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে । গনপিটুনির পর  তাদেরকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আটককৃতরা হলেন, বগুড়া সদর থানাধীন শিববাটি এলাকার রুস্তম আলী শেখের ছেলে মুক্তার শেখ (৪৫)। তিনিবস্বাধীন বাংলা নিউজ অনলাইন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধির ভুয়া আইডি কার্ড ব্যবহার করেন। অপরজন হলেন, শেরপুর থানাধীন উত্তর সাহাপাড়ার বাসিন্দা মৃত সিরাজুদ্দিনের ছেলে রায়হান পারভেজ (৩১)। নিজেকে তিনি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার শেরপুর প্রতিনিধি পরিচয় দেন এবং বগুড়া জেলার গাবতলী থানাধীন মরিয়া গ্রামের বাসিন্দা মৃত ইয়াকুব হোসেনের ছেলে আব্দুল হালিম (৪১)। ধৃত এই প্রতারক নিজেকে বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি হিসাবে পরিচয় দেন। 

কথিত ওই তিন সাংবাদিক এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি পরিচয়ে মাসুদ পারভেজ শুভলি উচ্চ বিদ্যালয়ে যায়। সেখানে গিয়ে তারা ওই স্কুলের গাছ কাটা নিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিউজ করার হুমকি দেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও শিক্ষার্থীরা স্কুলে যায়। স্থানীয়দের কয়েকজন তাদের চিনতে পারেন এবং জানতে পারেন, তারা শেরপুরের দুটি প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করেছেন। এ সময় তারা ওই কথিত সাংবাদিকদের গণধোলাই দিয়ে আটকে রাখে। পরে শেরপুরের কথিত সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, সেতু তাদের সেখান থেকে ছাড়িয়ে নিতে গেলে উত্তেজিত লোকজন আবু বক্করকে গণধোলাই দেয়। এ সময় সেতু ও মাসুদ পালিয়ে পায়। পরে ওই তিনজনকে জনগণ পুলিশে দেয়।

এর আগে গত ১ই সেপ্টেম্বর শেরপুর থানার হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয এর সহকারী শিক্ষকের নিকট ৫ হাজার টাকা চাঁদা দাবি করলে শিক্ষক ভয়ে ১০০০ টাকা প্রদান করেন। একই দিনে শেরপুরের একটি কমিউনিটি ক্লিনিক সেন্টারে গিয়ে সেখানকার কর্মচারীর নিকট ২০ হাজার টাকা চাঁদা  দাবি করে ভয়-ভীতি দেখিয়ে সেখানে  কৌশলে ৬৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া যায়। 

এ বিষয়ে শুভলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা খাতুন বলেন, আমি গতকাল কেন স্কুলে অনুপস্থিত ছিলাম এবং ২ বছর পূর্বে স্কুলের পেছন থেকে কাটা গাছের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করছিলেন। এক পর্যায়ে তারা আমার কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এ বিষয়ে বগুড়া শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম চিফ টিভি'কে  বলেন, গত ৪/৫ দিন ধরে শেরপুর বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি করে আসছিলেন। এ ঘটনা জানাজানি হলে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আগে থেকে তাদের ধরতে প্রস্তুত ছিলেন। গতকাল ওই স্কুলে এসে চাঁদা দাবি করলে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরাসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে যায়। পরে তাদের গণপিটুনি দিয়ে আটকে রাখে আমাদেরকে খবর দেন। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনা স্থল থেকে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।

কোন মন্তব্য নেই